ময়মনসিংহে জামায়াতে ইসলামীর সাবেক জেলা আমির অধ্যাপক জসিম উদ্দিনের সাংগঠনিক কার্যক্রম ও সদস্যপদ (রুকনিয়াত) স্থগিত করা হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অধ্যাপক জসিম উদ্দিনের কার্যক্রমে সংগঠনের শৃঙ্খলা ও ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, যা দলীয় গঠনতন্ত্রের ধারা ৬২-এর লঙ্ঘন। এ কারণে গত সোমবার (১৫ সেপ্টেম্বর) জেলা জামায়াতের কর্মপরিষদের বৈঠকে সর্বসম্মতিক্রমে তার সাংগঠনিক কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে মাওলানা মোজাম্মেল হক আকন্দ বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি শৃঙ্খলাবদ্ধ দল। প্রতিষ্ঠালগ্ন থেকে শৃঙ্খলার বিষয়ে আমরা আপসহীন থেকেছি, ভবিষ্যতেও তাই থাকব।”
এর আগে গত শনিবার (১৩ সেপ্টেম্বর) ফুলবাড়িয়া আসনে প্রার্থী পরিবর্তনকে কেন্দ্র করে ‘ফুলবাড়িয়া ঐক্যবদ্ধ জনতা’র ব্যানারে বিক্ষোভ মিছিল হয়, যেখানে জসিম উদ্দিনের সমর্থনে শ্লোগান তোলা হয়।
ফুলবাড়িয়া উপজেলা জামায়াতের আমির ফজলুল হক শামীম জানান, কেন্দ্র থেকে প্রেরিত চিঠি অনুযায়ী জসিম উদ্দিনের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে।
তবে এ বিষয়ে জানতে অধ্যাপক জসিম উদ্দিনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
এসআর
মন্তব্য করুন: