রাজধানীর শ্যামলীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি মিছিল থেকে আটক কয়েকজনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
এসময় ককটেল বিস্ফোরণে ঘটনাও ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার বেলা ১১টার দিকে শ্যামলীর শিশু মেলার মোড় থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা আগারগাঁওমুখী মিছিল শুরু করলে পুলিশ ৫-৬ জনকে আটক করে।
পুলিশের দাবি, এর কিছুক্ষণ পর মোটরসাইকেলযোগে আরও একটি দল এসে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আটক ব্যক্তিদের ছিনিয়ে নেয়।
শেরেবাংলা নগর থানার ওসি মো. ইমাউল হক বলেন,
“আমাদের কয়েকজন সদস্য সেখানে অবস্থান করছিলেন। তখন আওয়ামী লীগের কর্মীরা মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। আটক করার পরই ২৫-৩০টি মোটরসাইকেলে আসা একটি দল ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তাদের নিয়ে যায়।”
তিনি আরও জানান, এসময় ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করা হয়েছে, যাদের একজন মোটরসাইকেলসহ পুলিশের হেফাজতে রয়েছে।
এসআর
মন্তব্য করুন: