[email protected] সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
৩১ ভাদ্র ১৪৩২

১৮ দিন পর হাসপাতাল ছাড়লেন নুর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৫ ৬:৫৫ পিএম

সংগৃহীত ছবি

১৮ দিন চিকিৎসাধীন থাকার পর হাসপাতাল ছাড়লেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

কাকরাইলে হামলায় গুরুতর আহত হয়ে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছাড়পত্র পান নুর। পরে অ্যাম্বুলেন্সে বাসার উদ্দেশে রওনা দেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি জানান, নুরের শারীরিক অবস্থা আগের তুলনায় উন্নতি হয়েছে। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

হাসপাতাল ছাড়ার সময় নুর সাংবাদিকদের বলেন, “আমি এখনও পুরোপুরি সুস্থ নই। আপাতত বাসায় যাচ্ছি। এরপর অন্য হাসপাতালে চিকিৎসা নেব।”

গণঅধিকার পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, নুর বিকেল ৫টার দিকে বাসায় ফিরেছেন। তবে পুরোপুরি সুস্থ হতে কয়েক সপ্তাহ সময় লাগবে।

দলের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ জানান, নুরের নাক ও চোয়ালে জটিলতা রয়েছে। ডান পাশের মাংসপেশিও অবশ হয়ে আছে।

অপারেশনের বিষয়ে চিকিৎসকদের সঙ্গে আলোচনা চলছে। আজ রাতেই তিনি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হতে পারেন। পরবর্তীতে বিদেশে নেওয়ার বিষয়েও সিদ্ধান্ত হতে পারে।

এদিকে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও ব্যবস্থা নিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে গণঅধিকার পরিষদ।

তা না হলে সচিবালয় ও প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ঘেরাও কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি।

দলের মুখপাত্র ফারুক হাসান অভিযোগ করে বলেন, “নুরকে দ্রুত বিদেশে পাঠানোর প্রতিশ্রুতি দেওয়া হলেও সরকার গড়িমসি করছে।

শুরুতে সিঙ্গাপুর নেওয়ার কথা বলা হলেও এখন নানা দেশের নাম উঠছে। এতে সরকারের সদিচ্ছার ঘাটতি স্পষ্ট। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর