প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতিতে নির্বাচন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
একইসঙ্গে জাতীয় সনদসহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি।
সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে আয়োজিত এক সভায় এ কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন—
“জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া গণঅভ্যুত্থান ব্যর্থতায় পর্যবসিত হতে পারে। এই দাবিতে অনেক রাজনৈতিক দলই আন্দোলনে নামতে পারে, তবে একে এখনই যুগপৎ আন্দোলন বলা যাবে না।”
তিনি আরও জানান, জুলাইয়ের চেতনায় বিশ্বাসী বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চলছে এবং ভবিষ্যতে যৌথ কর্মসূচির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না।
এসআর
মন্তব্য করুন: