[email protected] সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
৩০ ভাদ্র ১৪৩২

বাবরকে স্যার স্যার করে জড়িয়ে ধরলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১:১৯ এএম

সংগৃহীত ছবি

প্রায় সাড়ে ১৭ বছর পর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে দেখা গেল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে।

রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৪টা ২২ মিনিটে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

অপ্রত্যাশিত এ সাক্ষাতের একটি মুহূর্ত বিশেষভাবে আলোচনায় আসে। বাবরকে দেখে স্বরাষ্ট্র উপদেষ্টা উঠে দাঁড়িয়ে তাকে সসম্মানে অভিবাদন জানিয়ে আলিঙ্গন করেন।

বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গ উঠে আসে। বৈঠক শেষে সাংবাদিকদের বাবর বলেন, তারেক রহমানের ফেরার বিষয়ে আলোচনা হয়েছে। তিনি দ্রুত দেশে ফিরবেন, দোয়া করবেন।

বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্নে বাবর বলেন, “সরকার আন্তরিকভাবে কাজ করছে। বিএনপিও সহযোগিতা করবে।” তবে তিনি লুট হওয়া সব অস্ত্র এখনো উদ্ধার না হওয়া এবং ভারতের মাটিতে আওয়ামী লীগের বৈঠক প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করেন।

উল্লেখ্য, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি নেতৃত্বাধীন সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন লুৎফুজ্জামান বাবর।

২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত হলেও ২০২৪ সালের ডিসেম্বরে হাইকোর্টে খালাস পান। চলতি বছরের জানুয়ারিতে সব মামলা থেকে মুক্তি পেয়ে সাড়ে ১৭ বছর কারাভোগ শেষে তিনি মুক্ত জীবনযাপন করছেন। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর