দীর্ঘ ১৯ বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশ করলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।
বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।
রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৪টা ২২ মিনিটে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশ করেন। এ সময় তার সঙ্গে বিএনপির কোনো নেতাকর্মীকে দেখা যায়নি।
সূত্র জানায়, বাবর স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক করবেন। তবে দলের পক্ষ থেকে কোনো বিষয় নিয়ে আলোচনা হবে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
এসআর
মন্তব্য করুন: