[email protected] শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
২৯ ভাদ্র ১৪৩২

লন্ডনে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৫ ৪:৫২ এএম

সংগৃহীত ছবি

যুক্তরাজ্যের লন্ডনে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে লন্ডনের কেন্দ্রস্থলের ব্লুমসবারি এলাকায় এ ঘটনা ঘটে।

সোয়াস ইউনিভার্সিটি (দ্য স্কুল অব অরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ) ও বাংলাদেশ হাইকমিশনের যৌথ উদ্যোগে একটি সেমিনার শেষে বের হওয়ার সময় এ হামলার চেষ্টা চালান আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাইকমিশনের একটি কালো রঙের বিএমডব্লিউ গাড়ি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পেছনের রাস্তা দিয়ে বের হলে কয়েকজন নেতা-কর্মী গাড়ির সামনে শুয়ে পড়ার চেষ্টা করেন। একই সময়ে গাড়িটির দিকে ডিম নিক্ষেপ করা হয়। তবে পুলিশ দ্রুত হস্তক্ষেপ করায় বড় ধরনের কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়নি।

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের দাবি, ওই গাড়িতে মাহফুজ আলম ছিলেন না। হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন এক দৈনিককে জানান, “আওয়ামী লীগের কর্মীরা ভেবেছিলেন মাহফুজ আলম ওই গাড়িতে আছেন। আসলে তিনি অন্য পথে ভিন্ন গাড়িতে করে স্থান ত্যাগ করেন।”

পরে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে আয়োজিত ‘জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন,
“আজ আমি আওয়ামী লীগের আক্রমণের খুব কাছাকাছি চলে গিয়েছিলাম।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর