[email protected] শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
২৯ ভাদ্র ১৪৩২

শেখ হাসিনার আমলে বাংলাদেশ থেকে ২৩৪ বিলিয়ন ডলার পাচারের অভিযোগ: ফিনান্সিয়াল টাইমস

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১:৪০ এএম

সংগৃহীত ছবি

ব্রিটিশ দৈনিক ফিনান্সিয়াল টাইমস দাবি করেছে, ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশ থেকে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৫ লাখ কোটি টাকা) অবৈধভাবে পাচার হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) প্রকাশিত অনুসন্ধানী ডকুমেন্টারি “Bangladesh’s Missing Billions: Stolen in Plain Sight”-এ এ তথ্য উঠে আসে।

প্রতিবেদনে বলা হয়, গত ১৫ বছরে গড়ে প্রতিবছর প্রায় ১৬ বিলিয়ন ডলার করে দেশ থেকে পাচার হয়েছে।

অর্থ পাচারের প্রধান পদ্ধতি হিসেবে উল্লেখ করা হয়েছে ওভার-ইনভয়েসিং, আন্ডার-ইনভয়েসিং, হুন্ডি এবং বিদেশে সম্পত্তি বিনিয়োগ, বিশেষ করে যুক্তরাজ্যে।

দাবি করেছে, লন্ডনের আর্থিক খাত ও রিয়েল এস্টেট বাজারে বিপুল অর্থ প্রবাহিত হয়েছে।

প্রতিবেদনে শেখ হাসিনার পরিবারের সদস্য ও কয়েকজন প্রভাবশালী রাজনীতিকের নামও উঠে এসেছে। তবে তাদের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

অর্থ পাচারের অভিযোগে বর্তমানে আন্তর্জাতিক সহযোগিতায় তদন্ত চলছে বলে একাধিক সূত্র জানিয়েছে।

অর্থনীতিবিদরা মনে করছেন, পাচার হওয়া অর্থ ফেরত আনা কঠিন হলেও রাজনৈতিক সদিচ্ছা থাকলে আন্তর্জাতিক পর্যায়ে উদ্যোগের মাধ্যমে তা সম্ভব হতে পারে।

অন্যদিকে সরকারপন্থি মহল এই প্রতিবেদনকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর