[email protected] শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
২৮ ভাদ্র ১৪৩২

মধ্যপ্রাচ্যের প্রবাসীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তারেক রহমানের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৫ ৯:৪১ পিএম

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা ও ইসরায়েলি বিমান হামলার প্রেক্ষাপটে ওই অঞ্চলে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে এক ফেসবুক পোস্টে তিনি লিখেন, বাংলাদেশিরা সবসময় ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকার ও স্বাধীনতার আন্দোলনে সংহতি প্রকাশ করেছে।

ইসরায়েলের বসতি সম্প্রসারণ পরিকল্পনা ভবিষ্যতে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পথকে বন্ধ করে দেবে, যা গভীরভাবে হতাশাজনক। তারেক রহমানের দাবি, বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে ফিলিস্তিনিদের সংস্কৃতি, ভূমি ও ইতিহাসের ওপর আক্রমণ গণহত্যার পাশাপাশি পরিকল্পিত জাতিগত নিধনের শামিল।

বাংলাদেশি প্রবাসীদের প্রসঙ্গে তিনি বলেন, “মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে বহু বাংলাদেশি কর্মরত আছেন। ইসরায়েলের আক্রমণে সমগ্র অঞ্চল এক অস্থির পরিস্থিতিতে পড়ছে, যা আমাদের প্রবাসীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে।”

এ সময় তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের বসতি স্থাপন নীতির নিন্দা জানাতে আহ্বান জানান এবং গাজার গণহত্যার বিষয়ে দ্রুত রায় ঘোষণার জন্য আন্তর্জাতিক বিচার আদালতের প্রতি অনুরোধ করেন। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর