[email protected] বৃহঃস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫
২৫ পৌষ ১৪৩১

নির্বাচন নিয়ে কী সিদ্ধান্ত হলো, জানালেন উপদেষ্টা রিজওয়ানা


প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৪ ৩:০৫ এএম

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

সংলাপের মাধ্যমে রাজনৈতিক ঐক্য গড়ে সংস্কার বিষয়ে সুনির্দিষ্ট সংশোধনী এনে এরপরই সরকার নির্বাচনের কথা ভাববে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেছেন, ‘সংস্কারের জন্য সরকার যে ছয়টি কমিশন গঠন করেছে, সেগুলো তিন মাসের মধ্যে প্রতিবেদন দিতে পারবে বলে আশা করছি। এক পর্যায়ে আমরা সংলাপে যাব।

সংলাপের মাধ্যমে রাজনৈতিক মতৈক্য গড়ে সংস্কার বিষয়ে সুনির্দিষ্ট অঙ্গীকার, কোনো কোনো ক্ষেত্রে সংশোধনী এনে তারপরেই আমরা নির্বাচনের কথা ভাবছি।

রাজনৈতিক দলগুলো এরই মধ্যে স্পষ্ট করেছে, আগে সংস্কার এবং পরে তারা নির্বাচনে যেতে চান।’ 

বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদ বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। 

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, কমিশনের কর্মপরিধি ঠিক করতে হয়ত আরো দুই থেকে তিন সপ্তাহ লাগবে। সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতামত চাওয়া হচ্ছে।

যে কমিশন গঠন করা হয়েছে প্রাথমিকভাবে আশা করা যাচ্ছে, তিনমাসের ভেতর রিপোর্ট দিতে পারবে। এগুলো বাস্তবায়িত হবে কিনা সেটা রাজনৈতিক ঐক্যের ওপর নির্ভর করবে বলে জানান তিনি। 

ব্রিফিংয়ে জানানো হয়, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের টাকা বিভিন্ন বেসরকারি ব্যাংকে রাখা হয়েছিল, সেগুলো দিতে পারছে না তারা। লুটপাটের মাধ্যমে সেগুলো হাতিয়ে নেওয়া হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর