ডাকসু নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে কোনো ধরনের সংঘাত বা বিশৃঙ্খলায় না জড়াতে ছাত্রদল ও ছাত্রশিবিরকে নির্দেশ দিয়েছে বিএনপি ও জামায়াত নেতৃত্ব।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশৃঙ্খলা সৃষ্টি হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর পদক্ষেপ নেবে। এর পরিপ্রেক্ষিতে দুই দলের হাইকমান্ড তাদের ছাত্র সংগঠনকে সতর্ক থাকতে বলে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, “সরকার আমাদের সঙ্গে কথা বলেছে। আমরা আশ্বস্ত করেছি যে, ছাত্রদল কোনো সংঘর্ষ বা বিশৃঙ্খলায় জড়াবে না। বিষয়টি সংশ্লিষ্ট নেতাদের জানিয়ে দেওয়া হয়েছে।
জামায়াতে ইসলামীর এক নায়েবে আমিরও বিষয়টি নিশ্চিত করে বলেন, “শিবির বা জামায়াতের বাইরে কেউ বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করবে না। তবে নেতাকর্মীদের সতর্ক দৃষ্টি রাখতে বলা হয়েছে।”
রাজনৈতিক সূত্রে জানা গেছে, এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং ঢাকা মহানগর পুলিশের কমিশনারও বিএনপি ও জামায়াত নেতাদের সঙ্গে যোগাযোগ করেন।
উল্লেখ্য, মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হয়। এ সময় ভোটের আচরণবিধি লঙ্ঘন ও কারচুপির অভিযোগ তোলে ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির ও বাগছাস সমর্থিত প্যানেলের প্রার্থীরা।
এসআর
মন্তব্য করুন: