সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে থাকা একটি লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মতিঝিলের পূবালী ব্যাংক সেনা কল্যাণ ভবন শাখায় এ পদক্ষেপ নেওয়া হয়।
সিআইসির মহাপরিচালক আহসান হাবীব বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, লকারটির দুটি চাবির একটি শেখ হাসিনার কাছে রয়েছে। গোয়েন্দা দলের উপস্থিতিতে সেটি জব্দ করা হয়েছে।
এনবিআর সূত্রে জানা গেছে, লকারটিতে স্বর্ণালংকারসহ গুরুত্বপূর্ণ নথিপত্র থাকতে পারে। তবে সুনির্দিষ্টভাবে কিছু জানাতে এখনই সম্ভব নয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই এ লকার জব্দ করা হয়েছে বলে জানিয়েছে সিআইসি।
এসআর
মন্তব্য করুন: