ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট শেষে প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে ছাত্রদল।
সংগঠনটির দাবি, ভোট চলাকালীন ক্যাম্পাসের বিভিন্ন প্রবেশদ্বারে জামায়াত-শিবির সশস্ত্র অবস্থান নেয় এবং শিক্ষার্থীদের মধ্যে ভয়ভীতি ছড়িয়ে দেয়।
মঙ্গলবার ভোট শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের সঙ্গে দেখা করে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এসব অভিযোগ তোলেন।
সভাপতি রাকিব অভিযোগ করেন, “উপাচার্য ও প্রক্টর জামায়াতের এজেন্ডা বাস্তবায়নে ভূমিকা রেখেছেন এবং নির্দিষ্ট প্রার্থীকে জয়ী করতে প্রশাসন সক্রিয় ছিল।”
সাধারণ সম্পাদক নাসিরের অভিযোগ, “ক্যাম্পাসের আশপাশে বহিরাগত সন্ত্রাসী আনা হলেও প্রশাসন তা জানার পরও কোনো ব্যবস্থা নেয়নি।”
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। তিনি বলেন, “ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করেছে এবং পুরো প্রক্রিয়া নিরাপদ রাখা হয়েছে।
এসআর
মন্তব্য করুন: