[email protected] মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
২৪ ভাদ্র ১৪৩২

জনগণই বিএনপির রাজনৈতিক শক্তির উৎস : তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২৫ ৭:৪২ পিএম

সংগৃহীত ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার একমাত্র উৎস।

গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে।

সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান অভিযোগ করেন, গত ১৫ বছরের ফ্যাসিবাদী আওয়ামী শাসন দেশে গণতন্ত্রকে ধ্বংস করেছে। আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে গুম-খুনের রাজনীতি চালিয়েছে এবং বিরোধী দলের লাখ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে গায়েবি মামলা দিয়েছে। এতে মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছে।

তিনি বলেন, তিন কোটি নতুন ভোটার ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। ভোট ব্যবস্থাকে ধ্বংস করে সরকার জনগণের ক্ষমতা কেড়ে নিয়েছে। ক্ষমতায় টিকে থাকতে সাধারণ মানুষ, এমনকি শিশু ও শিক্ষার্থীদেরও রাস্তায় গুলি করে হত্যা করা হয়েছে। দেশের অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও কর্মসংস্থানের প্রতিটি খাত ধ্বংস হয়েছে; আর মেগা প্রকল্পের নামে হয়েছে ‘মেগা দুর্নীতি’।

বিএনপি নেতা বলেন, রাজনৈতিক সংস্কার নিয়ে বিভিন্ন দল মতামত দিয়েছে। অনেক বিষয়ে সবাই একমত হলেও কিছু বিষয়ে মতের ভিন্নতা রয়েছে। তবে সেটিই গণতন্ত্রের সৌন্দর্য। আজকের সম্মেলনে যেমন কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে নতুন নেতৃত্ব গঠিত হয়েছে, তেমনি জনগণই শেষ পর্যন্ত নির্ধারণ করবে—কার হাতে দেশ পরিচালনার দায়িত্ব যাবে।

তিনি সতর্ক করে বলেন, যদি রাজনৈতিক দলগুলো আলোচনার টেবিলে জনগণকে বাদ দিয়ে সিদ্ধান্ত নেয়, তবে দেশে অরাজকতা তৈরি হবে। এতে স্বৈরাচারী শক্তি ফিরে আসার সুযোগ পাবে।

তারেক রহমান স্মরণ করিয়ে দিয়ে বলেন, বিএনপি ইতোমধ্যে ৩১ দফা রূপরেখা দিয়েছে। সরকার গঠন করতে পারলে সেই কর্মসূচির আলোকে অর্থনীতি পুনর্গঠনসহ শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও কর্মসংস্থান খাতের সংস্কার করবে বিএনপি। বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সফল হবে না।

আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন যতটা সহজ মনে হচ্ছে, বাস্তবে তা নাও হতে পারে। তাই নেতাকর্মীদের সতর্ক থেকে দুটি শপথ নিতে হবে—
১. গণতন্ত্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
২. জনগণের সরকার প্রতিষ্ঠা করে জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি কাজ করবে।

এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এবং রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর