জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বিএনপির কিছু নেতাকর্মীর বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
তিনি বলেছেন, “চোরের মায়ের বড় গলার দিন শেষ।”
সোমবার (৮ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সারজিস এ মন্তব্য করেন।
সারজিস লেখেন, সম্প্রতি পঞ্চগড়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি উল্লেখ করেছিলেন— তেঁতুলিয়া উপজেলার কিছু বিএনপি নেতা-কর্মী নিয়মিত চাঁদাবাজির সঙ্গে জড়িত, যার কারণে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। ওই বক্তব্যের পর থেকেই তাদের এবং কিছু সুবিধাভোগী কর্মীর ‘জ্বালাপোড়া’ শুরু হয়েছে বলে দাবি করেন তিনি।
পোস্টে সারজিস লিখেছেন—
“প্রথমবার শুধু সতর্ক করেছিলাম। এখন যদি আপনারা চ্যালেঞ্জ করেন, তাহলে মুখ দেখানোর মতো অবস্থাও থাকবে না। কারণ কত ধরনের অপকর্মের সঙ্গে আপনারা জড়িত এবং কত পরিমাণ অবৈধ টাকা উপার্জন করেছেন, সেটা আমিও জানি, তেঁতুলিয়ার মানুষও জানে। প্রমাণ হাজির করলে সেটা শুধু তেঁতুলিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, পুরো বাংলাদেশ দেখবে। তখন মুখ লুকানোর জায়গা খুঁজে পাবেন না।”
তিনি আরও উল্লেখ করেন,
এসব কর্মকাণ্ডের সব তথ্য-প্রমাণ তার কাছে রয়েছে বলেও দাবি করেন সারজিস।
পোস্টের শেষাংশে সারজিস বলেন,
“কে কাকে দিয়ে কী করায়, কার ডান হাত কে, বাম হাত কে, এমনকি পরিবারের সদস্যরা কোন কাজে জড়িত— সব তথ্য প্রমাণসহ প্রকাশ করা হবে। চোরের মায়ের বড় গলার দিন শেষ। সাধু সেজে নেতা হওয়ার মুখোশ এবার খুলে দেওয়া হবে। শুধু সময়ের অপেক্ষা।”
এসআর
মন্তব্য করুন: