ঢাকার মহাখালী বাস টার্মিনালের সামনে পরিবহন শ্রমিকদের অবরোধে রোববার দুপুর থেকে রাজধানীর উত্তরাংশে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে।
দুপুর দেড়টার দিকে শ্রমিকরা টার্মিনালের সামনের সড়কের দুইপাশে বাস রেখে যান চলাচল বন্ধ করে দেন।
হঠাৎ অবরোধে উত্তরা থেকে গুলিস্তান-সদরঘাটগামী অসংখ্য গণপরিবহন কাকলী মোড় ছাড়িয়ে দীর্ঘ সারিতে আটকে পড়ে। এর প্রভাব ছড়িয়ে পড়ে ফার্মগেট, বনানী ও গুলশান এলাকার সড়কেও। ফ্লাইওভারে ওঠা থেকে শুরু করে বিকল্প রুট ব্যবহারেও চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। অনেককে বাস ছেড়ে পায়ে হেঁটে গন্তব্যের উদ্দেশে যেতে দেখা গেছে।
বনানী থানার ওসি রাসেল সারোয়ার জানান, ট্রাফিক পুলিশের সহায়ক তিতুমীর কলেজের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে একতা পরিবহনের শ্রমিকদের বিরোধের জেরে এ পরিস্থিতির সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে শ্রমিকদের বৈঠকের সময় শিক্ষার্থীরা একতা পরিবহনের আরও কয়েকটি বাস আটক করে। পরে শ্রমিকরা ক্ষোভে সড়ক অবরোধ করে বসে।
তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শ্রমিক নেতা, শিক্ষার্থী প্রতিনিধি ও পুলিশের মধ্যে আলোচনা চলছে।
এদিকে মোটরসাইকেল আরোহী শিমুল নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, “রাস্তা আটকে দেওয়ায় ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। জরুরি প্রয়োজনে মানুষও চলাচল করতে পারছে না। মোটরসাইকেল কিংবা অ্যাম্বুলেন্স—কাউকেই যেতে দিচ্ছে না।”
প্রধান সড়ক অবরোধের কারণে গুলশান ও বনানী এলাকার ভেতরেও তীব্র যানজট দেখা দিয়েছে। এতে রাজধানীর উত্তরাংশের বড় একটি অংশ কার্যত অচল হয়ে পড়েছে।
এসআর
মন্তব্য করুন: