টাঙ্গাইলে বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তমের বাড়ি ভাঙচুরের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা।
রোববার (৭ সেপ্টেম্বর) ভোরে পৌর এলাকার জেলা সদর সড়কে তার বাসভবন ‘সোনার বাংলা’য় এ ঘটনা ঘটে।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
দেখা যায়, বাসভবনের সামনে পার্ক করা একটি গাড়ির কাচ ও যন্ত্রাংশ ভাঙচুর করা হয়েছে। একই সঙ্গে বাড়ির দোতলার জানালার কাচও ভাঙা হয়েছে।
ওসি আরও জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ ঘটনায় কারা জড়িত তাদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এসআর
মন্তব্য করুন: