[email protected] শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
২২ ভাদ্র ১৪৩২

লাশ পোড়ানো ইসলামের শিক্ষা নয় : রিজভী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২৫ ১:২৬ পিএম

সংগৃহীত ছবি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মাজার ভাঙা বা লাশ পোড়ানো কোনোভাবেই রাসুল (সা.)-এর শিক্ষা নয়।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, আমরা গণতন্ত্র ও রাষ্ট্রচেতনার কথা বলি, অথচ আমাদের জন্য মহানবী (সা.)-এর শিক্ষা সর্বোচ্চ দিকনির্দেশনা হওয়া উচিত। কিন্তু মুসলিম সমাজ বিভাজন ও মতপার্থক্যে জড়িয়ে পড়েছে। অথচ মহানবী ছিলেন ঐক্যের প্রতীক।

তিনি আরও বলেন, মহানবী (সা.) মানবজাতির জন্য আল্লাহর বাণী ছড়িয়ে দিয়েছেন এবং রেখে গেছেন এক অনন্য আদর্শ। তাঁর ব্যক্তিত্ব ও চারিত্রিক গুণাবলি অনুসরণ করলে সমাজে অন্যায়, অপরাধ ও হানাহানি অনেক আগেই বন্ধ হয়ে যেত।

বিএনপির এই নেতা দুঃখ প্রকাশ করে বলেন, আজ মুসলিম সমাজের সবচেয়ে বড় ব্যর্থতা হলো আমরা যিনি প্রকৃত মডেল ও আদর্শের প্রতীক, তাঁকে যথাযথভাবে অনুসরণ করি না।

মিলাদ মাহফিলে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, কেন্দ্রীয় নেতা মীর শরাফত আলী শফুসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন ওলামা দলের আহ্বায়ক মাওলানা সেলিম রেজা। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর