[email protected] শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
২১ ভাদ্র ১৪৩২

মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৮

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২৫ ১২:৩৪ এএম

সংগৃহীত ছবি

মুন্সীগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সিকান্দি এলাকায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অন্তত আটজন গুলিবিদ্ধ হয়েছেন।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে আনন্দপুর এলাকায় বিএনপি নেতা ওয়াহিদ মোল্লা ও উজির আলীর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।

গুলিবিদ্ধরা হলেন—শহিদুল মাদবর (৪৫), মজনু সরকার (৫৫), শামীম সরকার (২৭), জাহাঙ্গীর সরকার (৩৫), নজরুল সরকার (৬৫), শরীফ মাদবর (৬৫), সোহেল (৩৫) ও লিটন (২৫)। এর মধ্যে গুরুতর আহত সোহেল ও লিটনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসক মাসুদ পারভেজ জানান, আহত আটজনকে হাসপাতালে আনা হয়েছে। এর মধ্যে দুজনের মাথায় গুরুতর আঘাত থাকায় ঢাকায় রেফার করা হয়েছে।

স্থানীয়রা জানায়, রাজনৈতিক আধিপত্যকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে এ সংঘর্ষ ঘটে। তবে এ নিয়ে দুই পক্ষই পরস্পরকে দোষারোপ করেছে।

মুন্সীগঞ্জ সদর থানার ওসি এম সাইফুল আলম বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর