[email protected] শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
২১ ভাদ্র ১৪৩২

জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আবারও ভাঙচুর-অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০২৫ ৮:৩৮ পিএম

সংগৃহীত ছবি

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ফের হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় হঠাৎ করেই কয়েকজন ব্যক্তি কার্যালয়ে ঢুকে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় ভবনের বিভিন্ন অংশে আগুন ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান থেকে পানি ছিটায় এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

এতে বিক্ষুব্ধরা আরও উত্তেজিত হয়ে ওঠে। পরবর্তীতে পুলিশ তাদের সরিয়ে দেয় এবং কার্যালয়ের সামনে অবস্থান নেয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

উল্লেখ্য, এর আগে গত ৩১ আগস্ট একই কার্যালয়ে বিক্ষোভকারীরা হামলা ও অগ্নিসংযোগ চালিয়েছিল। সেদিনও পুলিশ জলকামান ব্যবহার করে আগুন নেভায় এবং হামলাকারীদের ছত্রভঙ্গ করে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর