[email protected] শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
২১ ভাদ্র ১৪৩২

জামায়াতকে জনগণের কাছে ক্ষমা চাইতে বললেন ফারুক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০২৫ ৩:১৫ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীকে মহান মুক্তিযুদ্ধে বিতর্কিত ভূমিকার জন্য দেশের জনগণের কাছে ক্ষমা চাইতে আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ স্বাধীনতা ঘোষক পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, “দয়া করে রাজনৈতিক কৌশল পরিবর্তন করুন, জনগণের কাছে ক্ষমা চান। অতীতের ইতিহাসে যদি কোনো ভুল থেকে থাকে, তা স্বীকার করুন।”

তিনি অভিযোগ করে বলেন, শুধু শেখ হাসিনা নন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমলেও নির্বাচন সুষ্ঠু হয়নি। বিদেশি প্রভাব ও অভ্যন্তরীণ আঁতাতে যদি আসন্ন নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা হয়, জনগণ তা প্রতিহত করবে।

ফারুক আরও বলেন, নির্বাচন বানচালের নানা কৌশল চালু হয়েছে। ষড়যন্ত্র এখনো শেষ হয়নি। তবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম মুছে ফেলার বহু চেষ্টা হলেও জনগণের হৃদয় থেকে তা মুছতে পারেনি।

তার দাবি, বিএনপি যতবারই ক্ষমতায় এসেছে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেনি। অন্তর্বর্তী সরকার সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারলে তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হবেন।

আলোচনা সভায় সংগঠনের সভাপতি শেখ শামীম হাসান অনিকের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, তাঁতী দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী মনিরুজ্জামান মনির ও সংগঠনের সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর