জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মাদারীপুর জেলা শাখার এক নেতার ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সংশ্লিষ্ট ব্যক্তির নাম আব্দুর রহিম, তিনি জেলা শাখার কার্যকরী সদস্য।
সোমবার (১ সেপ্টেম্বর) রাতে ভিডিওটি ছড়িয়ে পড়ে এবং দ্রুতই ফেসবুকে ভাইরাল হয়। এ ঘটনায় স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাদারীপুর জেলা শাখার সাবেক সদস্যসচিব মাসুম বিল্লাহ বলেন, “
এ ধরনের ঘটনা একদিকে ব্যক্তিগত গোপনীয়তার লঙ্ঘন, অন্যদিকে দায়িত্বশীল অবস্থানে থাকা কারও কাছ থেকে সামাজিক শৃঙ্খলার পরিপন্থী আচরণও কাম্য নয়।
এসআর
মন্তব্য করুন: