[email protected] বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
১৯ ভাদ্র ১৪৩২

জাতীয় পার্টির ‘কুলিং টাইম’ প্রসঙ্গে রিজভীর প্রতিক্রিয়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৫ ৯:৪১ পিএম

সংগৃহীত ছবি

জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর ‘কুলিং পিরিয়ড’-সংক্রান্ত মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সম্প্রতি এক টেলিভিশন টকশোতে শামীম হায়দার বলেন, গণতন্ত্র টিকিয়ে রাখতে রাজনীতিতে একটি ‘কুলিং টাইম’ বা বিরতির প্রয়োজন। তিনি উদাহরণ টেনে বলেন, জিয়াউর রহমানের সময় দুই বছরের ‘কুলিং পিরিয়ড’ ছিল, যা রাজনৈতিক সহনশীলতা বজায় রাখতে সহায়তা করেছিল।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় রিজভী বলেন,
‘ভয়ঙ্কর রক্তপিপাসু শেখ হাসিনার ফ্যাসিবাদকে টিকিয়ে রাখতে জাতীয় পার্টিই সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। জনগণের লক্ষ কোটি টাকা পাচারের সুবিধা করেছে তারাই। আজ আবার তারা কুলিং টাইম চাইছে! ২০০৮-২০০৯ সালে শেখ হাসিনা ক্ষমতায় এসে সত্যিই দুই বছরের একটা সময় নিয়েছিলেন, তারপর শুরু করেছিলেন দমন-পীড়ন। কিন্তু বিএনপি কোনো দিন টর্চার বা নির্যাতনে বিশ্বাসী ছিল না, এখনও নেই।’

তিনি আরও প্রশ্ন তোলেন, ‘জাতীয় পার্টির মহাসচিব বলছেন বিএনপিকে তাদের দায় নিতে হবে। বিএনপি তো এখন ক্ষমতায় নেই, এখনও অবাধ সুষ্ঠু নির্বাচনই হয়নি। তাহলে এই দায় কোথায়?’

নুরুল হক নুরের ওপর সাম্প্রতিক হামলার প্রসঙ্গ টেনে রিজভী বলেন,
‘আমরা প্রথমে ভেবেছিলাম জাতীয় পার্টির সঙ্গে গোলমাল। কিন্তু নুরকে যে আঘাত করেছে, সেই লাল শার্ট পরা লোকটা কে? রাজনৈতিক মতবিরোধ থাকতেই পারে, কিন্তু হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যারা ফ্যাসিবাদকে সমর্থন করেছে এবং জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তাদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে।’

বিএনপির নেতা আরও বলেন,
‘আমরা সবাই ভুক্তভোগী। আমাদের সবার বিরুদ্ধে শত শত মামলা রয়েছে। কিন্তু অন্য কাউকে লাঞ্ছিত হতে আমরা চাই না। তবে যারা অতীতে ফ্যাসিবাদকে প্রশ্রয় দিয়েছে, জনগণ তাদের বিচার দেখতে চায়।’

রিজভী জাতীয় পার্টির ভূমিকাও প্রশ্নবিদ্ধ করেন। তিনি বলেন,
‘ইলিয়াস আলী, চৌধুরী আলম, সাইফুল ইসলাম হিরু কিংবা অসংখ্য ছাত্র-যুব নেতার গুমের সময় জাতীয় পার্টি কোথায় ছিল? ২০১৪ সালে ভোটকেন্দ্রে ভোটার না থাকলেও জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিয়েছিল। ২০১৮ সালের নির্বাচনের আগেই বিএনপির প্রার্থীদের গ্রেফতার করা হলেও তারা চুপ ছিল। এখন তারা আবার বিএনপির ওপর দায় চাপাতে চাইছে!’

রিজভীর মতে, জাতীয় পার্টি অতীতে যে ভূমিকা রেখেছে, তাতে তাদের ‘কুলিং টাইম’-এর দাবি শুধু জনগণকেই নয়, গণতন্ত্রকেও বোকা বানানোর প্রচেষ্টা।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর