[email protected] বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
১৯ ভাদ্র ১৪৩২

আওয়ামী লীগ ফিরলে কেউ ছাড় পাবে না : রাশেদ খান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৫ ৪:০৪ পিএম

সংগৃহীত ছবি

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, আওয়ামী লীগ মাঠের রাজনীতিতে ফিরলে কেউ ছাড় পাবে না।

সোমবার রাতে একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠনগুলো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে।

রাশেদ খান আরও বলেন, আওয়ামী লীগ বা জাতীয় পার্টি ক্ষমতায় ফিরলে দেশে আবারও ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হবে এবং নতুন করে গণহত্যার আশঙ্কা তৈরি হবে।

অর্থনৈতিক সহায়তার প্রসঙ্গে তিনি দাবি করেন, এস আলম গ্রুপ আড়াই হাজার কোটি টাকা দিয়ে আওয়ামী লীগকে অস্থিতিশীল কর্মকাণ্ডে অর্থায়ন করছে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর