রাজধানীতে জনদুর্ভোগের আশঙ্কা এড়াতে আগামীকাল (মঙ্গলবার) ঘোষিত র্যালির কর্মসূচি বাতিল করেছে বিএনপি।
এর পরিবর্তে দলটি ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে পুকুর, খাল ও নালা পরিষ্কার কর্মসূচি হাতে নিয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ সিদ্ধান্তের ঘোষণা দেন।
তিনি বলেন, “ঢাকার নাগরিকদের দুর্ভোগ বাড়ানো বিএনপির উদ্দেশ্য নয়। তাই র্যালি না করে আমরা স্বাস্থ্যকর নগর পরিবেশ ফিরিয়ে আনতে পুকুর, খাল ও নালা পরিষ্কারের উদ্যোগ নিয়েছি। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এই কর্মসূচি বাস্তবায়ন করবে।”
রিজভী জানান, মঙ্গলবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় বিএনপির নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমে নালা-খাল পরিষ্কার করবেন। পাশাপাশি তিনি সাধারণ মানুষকেও এই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান।
এসআর
মন্তব্য করুন: