[email protected] মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
১৮ ভাদ্র ১৪৩২

হত্যার উদ্দেশ্যে নুরের ওপর হামলা : রিজভী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২৫ ১২:৫৫ এএম

সংগৃহীত ছবি

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলা ছিল পূর্বপরিকল্পিত এবং তাকে হত্যার উদ্দেশ্যেই এ আক্রমণ চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (৩১ আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি নুরকে দেখে এসে সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, “নুরের ওপর বীভৎস আক্রমণ চালানো হয়েছে। টার্গেট করে আঘাত করা হয়েছে। উদ্দেশ্য ছিল তাকে হত্যা করা। শরীরের আঘাতগুলো সামান্য এদিক-সেদিক হলে অনিবার্য মৃত্যু হতো। এর আগে নুরের ওপর অন্তত ২২ বার হামলা হয়েছে। বগুড়া থেকে শুরু করে সে যেখানেই গেছে, ফ্যাসিবাদী সরকারের রোষানলের শিকার হয়েছে।”

তিনি আরও অভিযোগ করেন, নুর কোনো সহিংসতায় অংশ না নিলেও শুক্রবার তার কার্যালয়ে প্রবেশ করে হামলা চালানো হয়েছে। “৫ আগস্টের পরাজিত শক্তি নানা উপায়ে বিষদাঁত বসানোর চেষ্টা করছে। ঘটনাটির সঙ্গে জিএম কাদের জড়িত কি না জানি না, তবে অবাক লাগে— আজ তারাও রাজনীতির কথা বলছে,” বলেন রিজভী।

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, “যিনি নির্বাচনের আগে ভারতে গিয়ে ঘোষণা দিয়েছিলেন অনুমতি ছাড়া কিছু বলা যাবে না, তিনি কীভাবে বাংলাদেশে রাজনীতি করেন? এরা গভীর পানির নিচ থেকে মাথা তুলে উঁকি দিচ্ছে।”

গণঅধিকার পরিষদের দাবি অনুযায়ী জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার বিষয়ে বিএনপির অবস্থান জানতে চাইলে রিজভী বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে দল।

এ সময় বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক কামরুজ্জামান রতন, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর