[email protected] বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
১৯ ভাদ্র ১৪৩২

নির্বাচন নিয়ে বিকল্প ভাবনা জাতির জন্য বিপজ্জনক: প্রধান উপদেষ্টা


প্রকাশিত: ৩১ আগষ্ট ২০২৫ ১১:০১ পিএম

সংগৃহীত ছবি

নির্বাচনকে কেন্দ্র করে কোনো বিকল্প চিন্তা জাতির জন্য ভয়াবহ হতে পারে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (৩১ আগস্ট) রাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শেষে প্রধান উপদেষ্টার উদ্ধৃতি দিয়ে প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রধান উপদেষ্টা স্পষ্ট জানিয়ে দিয়েছেন— নির্বাচনের বিষয়ে জাতির উদ্দেশে দেওয়া তার ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধেই অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হবে। তিনি সব রাজনৈতিক দলের উদ্দেশে পুনর্ব্যক্ত করেছেন যে, নির্ধারিত সময়ের বাইরে কোনো বিকল্প পথ নেই।

শফিকুল আলম বলেন, “রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে ঐকমত্য কমিশনের প্রধান আলী রীয়াজ জুলাই সনদের অগ্রগতি তুলে ধরেন।”

আসন্ন দুর্গাপূজা ঘিরে স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতাও চেয়েছেন প্রধান উপদেষ্টা।

জাতীয় পার্টি সংক্রান্ত প্রশ্নে প্রেস সচিব জানান, “এই বিষয়ে বিভিন্ন দলের মতামত প্রধান উপদেষ্টা মনোযোগ দিয়ে শুনেছেন।”

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর