রাজধানীর সিদ্ধেশ্বরী কলেজ ছাত্রদলের আহ্বায়ক সোহেল আহমেদ সানির স্ত্রী মোছা. রিমা স্বামীর নির্যাতন ও ভরণপোষণ না দেওয়ার অভিযোগ তুলে নিরাপত্তা চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে।
রোববার (৩১ আগস্ট) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন তিনি। সংবাদ সম্মেলনে তাদের আট বছরের সন্তানও উপস্থিত ছিল।
রিমা জানান, প্রেমের সম্পর্কের মাধ্যমে এক যুগ আগে সোহেলকে বিয়ে করেন তিনি। দীর্ঘদিন সংসার শান্তিপূর্ণ থাকলেও চলতি বছরের ৫ আগস্টের পর থেকে স্বামীর আচরণ বদলে যায়।
পরকীয়ায় জড়িয়ে পড়া, অকথ্য গালিগালাজ ও শারীরিক নির্যাতনের পাশাপাশি ভরণপোষণ বন্ধ করে দেন সোহেল। এতে তিনি ও তার সন্তান মানবেতর জীবনযাপন করছেন বলে অভিযোগ করেন।
তিনি আরও বলেন, বিয়ের পর থেকেই সোহেল রাজনৈতিক পদ হারানোর ভয়ে স্ত্রীকে প্রকাশ্যে স্বীকৃতি দেননি।
তবে নির্যাতনের মাত্রা বেড়ে যাওয়ায় বাধ্য হয়ে প্রকাশ্যে অভিযোগ তুলেছেন তিনি। নিজের ও সন্তানের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে রিমা তারেক রহমানের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
অভিযোগ অস্বীকার করে সোহেল আহমেদ সানি বলেন, “আমার বিরুদ্ধে আনা সব অভিযোগই ভিত্তিহীন ও বানোয়াট। আমাকে ঘিরে নানা ষড়যন্ত্র চলছে।
এসআর
মন্তব্য করুন: