[email protected] রবিবার, ৩১ আগস্ট ২০২৫
১৬ ভাদ্র ১৪৩২

নুরের ওপর হামলার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে জামায়াত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ আগষ্ট ২০২৫ ১০:১০ পিএম

সংগৃহীত ছবি

গণঅধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিতে শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় ঢাকা মেডিকেল হাসপাতালে যান বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।

 হাসপাতালে গিয়ে চিকিৎসকদের কাছে নুরের শারীরিক অবস্থার খোঁজখবর নেয় এবং তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করে।

হাসপাতাল থেকে বের হয়ে প্রতিনিধিদলের সদস্যরা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ক্ষোভ প্রকাশ করে বলেন, "এটা একটি ভয়াবহ ঘটনা, যেখানে আওয়ামী দোসররা প্রশাসনের ভেতরে ও বাহিরে থেকে ভিপি নুরকে গুরুতর আহত করেছে।

এই ন্যক্কারজনক হামলার সঙ্গে জড়িত সকল দোষীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।"

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিন, গণঅধিকার পরিষদের সহসভাপতি ফারুক হাসান, ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুর রহমানসহ অন্যান্য কেন্দ্রীয় ও মহানগরী নেতারা উপস্থিত ছিলেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর