[email protected] রবিবার, ৩১ আগস্ট ২০২৫
১৫ ভাদ্র ১৪৩২

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উত্তরায় বৃক্ষরোপণ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ আগষ্ট ২০২৫ ৫:৫১ পিএম

শহিদুল ইসলাম খোকন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর উত্তরায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) সকালে উত্তরার ৭ নম্বর সেক্টরের বিভিন্ন স্থানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা পশ্চিম থানা বিএনপির নেতা আজমল হুদা মিঠু। তিনি বলেন, “গাছ লাগান, দেশ বাঁচান।” দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

আজমল হুদা মিঠু আরও বলেন, শুধু গাছ লাগানো নয়, উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের সময় পরিবেশ রক্ষার দিকেও গুরুত্ব দিতে হবে। বাংলাদেশকে টিকিয়ে রাখতে প্রকৃতি সংরক্ষণ অপরিহার্য।

কর্মসূচিতে উত্তরা পশ্চিম থানা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতা-কর্মীরা অংশ নেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর