গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর গুরুতর আহত হয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।
চিকিৎসকরা জানিয়েছেন, লাঠির আঘাতে তার নাক ও ডান চোয়ালের হাড় ভেঙে গেছে, মাথার হাড়েও ভাঙন রয়েছে এবং সামান্য রক্তক্ষরণ হয়েছে।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান শনিবার (৩০ আগস্ট) সকালে জানান, নুরকে রাতেই হাসপাতালে আনা হলে প্রথমে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়।
পরে অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। রাতেই পাঁচটি বিভাগের চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়।
তিনি বলেন, “পরীক্ষা-নিরীক্ষায় দেখা গেছে, নাক ও চোয়ালের হাড় ভেঙে গেছে, মাথার ভেতরে সামান্য রক্তক্ষরণ হয়েছে। চোখ-মুখ ফোলা, চোখে রক্ত জমাট বেঁধেছে।
তবে শরীরের অন্যান্য স্থানে আঘাত নেই। এখনই অবস্থা শঙ্কামুক্ত বলা যাচ্ছে না। অন্তত ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে।”
শুক্রবার (২৯ আগস্ট) রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষে গুরুতর আহত হন নুর।
পরে রক্তাক্ত অবস্থায় সহকর্মীরা তাকে হাসপাতালে নেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নুরকে স্ট্রেচারে করে হাসপাতালে আনা হচ্ছে এবং তার মুখমণ্ডল রক্তে ভেসে যাচ্ছে।
এসআর
মন্তব্য করুন: