[email protected] শনিবার, ৩০ আগস্ট ২০২৫
১৪ ভাদ্র ১৪৩২

আসিফ নজরুলকে কড়া সমালোচনা করলেন হাসনাত আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ আগষ্ট ২০২৫ ১২:২৪ এএম

সংগৃহীত ছবি

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় আইন উপদেষ্টা আসিফ নজরুলকে প্রকাশ্যে সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

শুক্রবার (২৯ আগস্ট) রাতে নুরের ওপর হামলার নিন্দা জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন আসিফ নজরুল।

ওই পোস্টে কমেন্ট করে হাসনাত আবদুল্লাহ লেখেন, “প্রতিবাদের কাজ আপনার? ভণ্ডামি বাদ দেন স্যার। যেই কারণে আপনাকে বসানো হয়েছে, সেটার কাজ না করে কী করছেন, তার হিসাব দিতে হবে।

কে কোথায় কীভাবে কোন কাজে বাধা দিয়েছে, তার খবর আমাদের কাছে আছে। তাই ভং করে প্রতিবাদ না করে আসল দায়িত্ব পালন করুন।

এর আগে রাত ১০টা ৫৬ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আসিফ নজরুল লিখেছিলেন, “ভিপি নুরুল হক নূরের ওপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর