রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ের সামনে সংঘর্ষের ঘটনায় নতুন অভিযোগ তুলেছে গণঅধিকার পরিষদ।
দলটির নেতাকর্মীরা বলেন, জাপার পক্ষ থেকে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে তাদের ওপর হামলা চালানো হয়েছে।
শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় জাপা ও গণঅধিকার পরিষদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার সময় ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, পুলিশসহ বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
গণঅধিকার পরিষদের অভিযোগ, জাপার হামলা ছিল পূর্বপরিকল্পিত এবং তারা দাবি করেছে, অনতিবিলম্বে জাতীয় পার্টিকে গণহত্যার দায়ে নিষিদ্ধ করে বিচারের মুখোমুখি করতে হবে। অন্যথায় জনগণই তাদের বিচার করবে।
অন্যদিকে জাপা নেতাকর্মীদের দাবি, গণঅধিকার পরিষদের মিছিল থেকেই আগে তাদের ওপর হামলা চালানো হয়।
রমনা থানার পরিদর্শক (অপারেশন) আতিকুল আলম খন্দকার বলেন, সন্ধ্যা সোয়া ৬টার দিকে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।
এসআর
মন্তব্য করুন: