[email protected] শনিবার, ৩০ আগস্ট ২০২৫
১৪ ভাদ্র ১৪৩২

সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি নূরের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ আগষ্ট ২০২৫ ৯:৫৫ পিএম

ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সতর্ক করেছেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম কাদেরকে গ্রেপ্তার না করা হলে সচিবালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হবে।

শুক্রবার (২৯ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন।

এর আগে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে জাপা ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। সন্ধ্যা সোয়া ৬টার দিকে সংঘর্ষে ইটপাটকেল নিক্ষেপও হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

দুপক্ষ একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে। জাপা নেতাকর্মীরা বলেন, গণঅধিকার পরিষদের মিছিল থেকে তাদের ওপর হামলা চালানো হয়েছে। অন্যদিকে নূরের দলের দাবি, জাপা নেতাকর্মীরাই আগে ইটপাটকেল নিক্ষেপ করে উসকানি দিয়েছে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর