রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাপা ও গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যা সোয়া ৬টার দিকে এ সংঘর্ষ শুরু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ধাওয়া-পাল্টা ধাওয়ার একপর্যায়ে উভয় পক্ষই ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সংঘর্ষ ছড়িয়ে পড়লে দ্রুত সেনা সদস্য, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জাপার অভিযোগ— গণঅধিকার পরিষদের মিছিল তাদের কার্যালয়ের সামনে এসে নেতাকর্মীদের ওপর হামলা চালায়। অপরদিকে গণঅধিকার পরিষদের দাবি— তারা শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে যাচ্ছিলেন, কিন্তু জাপার নেতাকর্মীরাই প্রথমে ইট-পাটকেল নিক্ষেপ করে উসকানি দেন।
সংঘর্ষে উভয় দলের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে কারও পরিচয় জানা যায়নি।
আইনশৃঙ্খলা বাহিনী বর্তমানে ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং অতিরিক্ত সেনা ও পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এসআর
মন্তব্য করুন: