রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
শুক্রবার (২৯ আগস্ট) সকালে তাদের ঢাকা মহানগর হাকিম সারাহ ফারজানা হকের আদালতে হাজির করা হয়। আসামিদের হাতকড়া, হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে কাঠগড়ায় তোলা হয়।
আদালতে লতিফ সিদ্দিকীর পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। কয়েকজন আইনজীবী তার পক্ষ থেকে ওকালতনামায় স্বাক্ষরের অনুরোধ জানালেও তিনি রাজি হননি। আদালতের প্রতি আস্থা নেই উল্লেখ করে তিনি বলেন, “যে আদালতের জামিন দেওয়ার ক্ষমতা নেই, তার কাছে কেন জামিন চাইব?”
অন্য আসামিরা আইনজীবীদের মাধ্যমে জামিন আবেদন করলেও রাষ্ট্রপক্ষের বিরোধিতার পর আদালত তা নামঞ্জুর করে সবার কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘মঞ্চ ৭১’ ব্যানারে একটি গোলটেবিল বৈঠক চলাকালে একদল ব্যক্তি ভেতরে ঢুকে হট্টগোল সৃষ্টি করে এবং উপস্থিত কয়েকজনকে লাঞ্ছিত করে।
পরে পুলিশ লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমানসহ ১৬ জনকে আটক করে। এ ঘটনায় শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়।
মামলায় অভিযোগ করা হয়, ‘মঞ্চ ৭১’-এর ব্যানারে লতিফ সিদ্দিকী ও অন্যরা সশস্ত্র আন্দোলনের মাধ্যমে সরকার উৎখাতের ষড়যন্ত্র করছিলেন।
তদন্তের স্বার্থে আসামিদের আটক রাখা প্রয়োজন বলে উল্লেখ করেছে পুলিশ।
এসআর
মন্তব্য করুন: