[email protected] শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫
১৪ ভাদ্র ১৪৩২

নির্বাচন না হলে জাতি ক্ষতিগ্রস্ত হবে : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ আগষ্ট ২০২৫ ৪:০৮ পিএম

সংগৃহীত ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঘোষণা অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হওয়া জরুরি।

এর বিকল্প নেই। নির্বাচন না হলে জাতি ক্ষতিগ্রস্ত হবে এবং ফ্যাসিবাদ ফেরার আশঙ্কা তৈরি হবে।

শুক্রবার (২৯ আগস্ট) সকালে জাতীয় প্রেস ক্লাবে এক প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘অনেকে ফ্যাসিবাদ ফিরিয়ে আনার চেষ্টা করছে, বিদেশ থেকেও এ নিয়ে তৎপরতা চলছে। তবে মনে রাখতে হবে, আপনারা এখনো ক্ষমতায় আসেননি। অনেক চক্রান্ত ও ষড়যন্ত্র রয়েছে। সৎ ও ভালো কাজের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে।’

গণতান্ত্রিক উত্তরণের রোডম্যাপের প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক দলগুলো একসঙ্গে কাজ করলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব।

তিনি উল্লেখ করেন, রাজনৈতিক মতভেদ থাকলেও বর্তমানে মানুষ বিভ্রান্ত ও শঙ্কায় রয়েছে নির্বাচন নিয়ে।

তিনি আরও বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই কাঙ্ক্ষিত রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা সম্ভব।

বিএনপি সবসময় সংস্কারের কথা বলেছে। জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠা করেছিলেন, আর খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র চালু করেছিলেন।

কিছু রাজনৈতিক দল মিথ্যা প্রচারণা চালিয়ে বিএনপিকে হেয় করতে চাইছে বলেও অভিযোগ করেন তিনি। তার দাবি, বিএনপিকে খারাপ প্রমাণ করার সুযোগ কাউকে দেওয়া হবে না।

মির্জা ফখরুল বলেন, জনগণ পরিবর্তনের জন্য অপেক্ষায় আছে। বিএনপির দায়িত্ব হলো সেই পরিবর্তন এনে দেওয়া। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর