[email protected] শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫
১৪ ভাদ্র ১৪৩২

তারেক রহমান ও সজীব ওয়াজেদ জয়ের বক্তব্যে পার্থক্য নেই: ফয়জুল করীম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ আগষ্ট ২০২৫ ২:২৬ এএম

সংগৃহীত ছবি

ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও আওয়ামী লীগের নেতা সজীব ওয়াজেদ জয়ের বক্তব্যে মৌলিক কোনো পার্থক্য নেই।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যায় নারায়ণগঞ্জ মহানগরের একটি রেস্টুরেন্টে ইসলামী যুব আন্দোলনের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

ফয়জুল করীম বলেন, জয় সাহেব মৌলবাদের ওপর ক্ষিপ্ত, টুপি–দাড়িওয়ালাদের দেখলে মেজাজ খারাপ হয়।

একই ধরনের বক্তব্য দেন তারেক রহমানও। মূলত তাদের বক্তব্যে কোনো পার্থক্য নেই।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে তিনি বলেন, ফখরুল সাহেব শরিয়া আইন বিশ্বাস করেন না, তবে তিনি স্পষ্টবাদী এবং ভালো রাজনীতিবিদ।

এ জন্য তাকে আমার ভালো লাগে। তবে প্রশ্ন হলো, তার দল কি তার বক্তব্য মেনে চলে?

তিনি আরও অভিযোগ করেন, বিএনপির কিছু নেতা হুমকি দেন কেউ অন্য প্রতীকে ভোট দিলে তাকে ঠ্যাং ভেঙে’ বের করে দেওয়া হবে।

এ ধরনের মনোভাবকে তিনি একনায়কতান্ত্রিক বলে আখ্যায়িত করেন এবং বলেন, এটি মূলত বাকশালের সমতুল্য। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর