[email protected] শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫
১৪ ভাদ্র ১৪৩২

সন্ত্রাসবিরোধী আইনে লতিফ সিদ্দিকীসহ ১৬ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ আগষ্ট ২০২৫ ২:০৯ এএম

সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী

সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) প্রাঙ্গণ থেকে তাদের আটক করা হয়।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম জানান, আটক ব্যক্তিদের বক্তৃতা, বিবৃতি, লেখা কলাম ও বই বিশ্লেষণে সন্ত্রাসবাদের আলামত পাওয়া গেছে।

তার ভাষায়, “লতিফ সিদ্দিকীর বক্তব্য, লেখা ও ব্যানার রাষ্ট্রের অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক এবং সন্ত্রাসবাদের ইঙ্গিতবাহী।”

এর আগে সকালে ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকের আয়োজন করে সংগঠন ‘মঞ্চ ৭১’।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল ড. কামাল হোসেনের। তবে বৈঠকে হট্টগোল সৃষ্টি হলে পুলিশ অভিযান চালিয়ে লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে আটক করে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর