দেশের রাজনীতি ও অর্থনীতি কয়েকজনের হাতে নিয়ন্ত্রিত হতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
তার মতে, জনগণকে উন্নয়নের অংশীদার না করলে সেটিকে প্রকৃত উন্নয়ন বলা যায় না।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে রাজধানীর গুলশানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশনের চতুর্থ শিশু ও যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আমির খসরু বলেন, “আমি অনেক দেশে ঘুরেছি, কিন্তু আমাদের ছেলে-মেয়েদের মতো মেধাবী কোথাও দেখিনি। সম্পদ সৃষ্টি হলে আমরা সবাই তার অংশীদার হবো।”
তিনি আরও বলেন, “শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দেশের জনগণের মনোজগতে যে পরিবর্তন এসেছে, যে প্রত্যাশা ও আকাঙ্ক্ষা জেগেছে, তা যদি কোনো রাজনৈতিক দল উপলব্ধি করতে না পারে, তবে তাদের ভবিষ্যৎ নেই। এখন জনগণের নতুন প্রত্যাশাকে কাজে লাগাতে হবে। এজন্য সবার জন্য রাজনীতি ও অর্থনীতিতে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে হবে।”
বিএনপির এই নেতা বলেন, “কেবল রাজনীতিতে গণতান্ত্রিক চর্চা যথেষ্ট নয়। অর্থনীতিতে যদি গণতন্ত্রায়ন না হয়, তবে রাজনীতি টিকবে না, গণতন্ত্রও কার্যকর হবে না। দেশের প্রতিটি নাগরিকের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে।”
আমির খসরু বলেন, “দেশে দক্ষ মানুষের অভাব রয়েছে। লেখাপড়ার পাশাপাশি তরুণদের অবশ্যই কোনো না কোনো দক্ষতা অর্জন করতে হবে। কেবল ডিগ্রি অর্জন যথেষ্ট নয়। দক্ষতা উন্নয়নে পিছিয়ে থাকার কারণেই বাংলাদেশ তার সম্ভাবনার পুরোটা কাজে লাগাতে পারছে না।”
তিনি আরও বলেন, “আমরা বিএ, এমএ করছি, ডাক্তার-ইঞ্জিনিয়ার হচ্ছি; কিন্তু দক্ষতা বাড়ানোর দিকে মনোযোগ দিচ্ছি না। অথচ আমাদের তরুণ জনগোষ্ঠীই সবচেয়ে বড় সম্পদ। এই তরুণদের দক্ষ করে তুলতে পারলে তা দেশের জন্য বিরাট সম্পদে পরিণত হবে।”
এসআর
মন্তব্য করুন: