জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, নির্বাচনের তারিখ নিয়ে তাদের কোনো সমস্যা নেই।
তিনি বলেন, “আমাদের এভাবে ফ্রেম করা হয় যে আমরা নির্বাচনবিমুখ। তবে নির্বাচনের তারিখ নিয়ে কোনো অসুবিধা নেই; নির্বাচন আগামীকালও হতে পারে। আমাদের মূল ফোকাস সংস্কার বাস্তবায়ন এবং বিচারের সুস্পষ্ট রূপরেখা নিশ্চিত করা।”
মঙ্গলবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’ আয়োজিত বিশেষ আলোকচিত্র প্রদর্শনীতে অংশ নিয়ে তিনি বলেন, সদিচ্ছা থাকলে এবং রাজনৈতিক দলগুলোর ঐক্য থাকলে ফেব্রুয়ারির মধ্যেই প্রয়োজনীয় সংস্কার ও বিচার কার্যক্রম সম্পন্ন করা সম্ভব।
হাসনাত আরও বলেন, “রাষ্ট্রীয় বাহিনী ব্যবহার করে বছরের পর বছর বিরোধী দল দমন করা হয়েছে। তবে ৫ আগস্টের পর এই ধরনের সংস্কৃতির পুনরাবৃত্তি আমরা চাই না। আমরা ব্যক্তিকে ইনডেমনিটি দিচ্ছি; আমাদের লক্ষ্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয়, বরং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার।”
তিনি গুম কমিশনকেও স্বাধীনভাবে কাজ করতে না দেওয়ার অভিযোগ তুলেছেন। এছাড়া তিনি সকল রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট পক্ষকে দেশ ও জনগণের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
এসআর
মন্তব্য করুন: