[email protected] বৃহঃস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
১৩ ভাদ্র ১৪৩২

রুমিন ফারহানা ইস্যুতে সংযমের আহ্বান হাসনাতের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ আগষ্ট ২০২৫ ৮:০৩ পিএম

সংগৃহীত ছবি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আসনসীমা ইস্যুতে বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর মধ্যে দ্বন্দ্ব ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা চলছে।

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও বিতর্ক সৃষ্টি হয় এবং রুমিন ফারহানা সাইবার বুলিংয়ের শিকার হন।

এ পরিস্থিতিতে রুমিন ফারহানার ব্যক্তিগত বিষয় টেনে তাকে আক্রমণ করার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন হাসনাত আবদুল্লাহ। তিনি ফ্যাসিবাদবিরোধী শক্তির ঐক্য ধরে রাখতে ব্যক্তিগত আক্রমণ ও বিদ্বেষমূলক আচরণ বন্ধের আহ্বান জানান।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’ আয়োজিত বিশেষ আলোকচিত্র প্রদর্শনীতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাসনাত বলেন,
“রুমিন আপাকে সাইবার বুলিং করা হচ্ছে—এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু নারীকে অসম্মান করা, ব্যক্তিগত আক্রমণ করা বা বাজে মন্তব্য করা কোনোভাবেই উচিত নয়। এতে ঐক্য নষ্ট হয়, যা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জন্য ক্ষতিকর।”

তিনি আরও বলেন, “আমাদের মতানৈক্যের সুযোগ আওয়ামী লীগ যেন নিতে না পারে। দেশের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

প্রসঙ্গত, গত ২৪ আগস্ট নির্বাচন কমিশনে ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের খসড়া সীমানা নিয়ে শুনানিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় পক্ষে-বিপক্ষে থাকা দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। শুনানিতে অংশ নিয়ে রুমিন ফারহানা কমিশনের খসড়ার পক্ষে যুক্তি তুলে ধরেন, আর অপরপক্ষ এর বিরোধিতা করে। একপর্যায়ে সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে, যা ইসির কর্মকর্তারা নিয়ন্ত্রণে আনেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর