[email protected] বৃহঃস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
১৩ ভাদ্র ১৪৩২

এবার হাসনাতের ‘ছাত্রলীগ সংযোগ’ নিয়ে রুমিনের পোস্ট, বললেন ‘ফকিন্নির বাচ্চা’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ আগষ্ট ২০২৫ ২:০৮ এএম

সংগৃহীত ছবি

নির্বাচন কমিশনে সীমানা পুনর্নির্ধারণের শুনানিকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া উত্তেজনার জেরে বিএনপি নেতা ব্যারিস্টার রুমিন ফারহানা এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহর মধ্যে পাল্টাপাল্টি মন্তব্যে নতুন করে বিতর্ক দেখা দিয়েছে।

রোববার (২৪ আগস্ট) নির্বাচন কমিশনের শুনানিতে বিএনপি ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি হয়। এর পরদিন সংবাদ সম্মেলনে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, রুমিন ফারহানাকে ‘বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক’ আখ্যা দেন।

এর পাল্টা জবাবে সোমবার রাতে ফেসবুকে একটি পোস্ট দেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। সেখানে হাসনাতের অতীতের কয়েকটি ছবি ও তথ্য তুলে ধরে তাকে ‘ছাত্রলীগের সঙ্গে যুক্ত’ থাকার অভিযোগ আনেন। পোস্টে ব্যবহৃত ভাষা নিয়েও নতুন করে সমালোচনা শুরু হয়েছে।

রুমিন তার পোস্টে একটি দেয়াললিখনের সামনে হাসনাতের ছবি শেয়ার করেন, যেখানে লেখা ছিল—“ছাত্রজীবনে ছাত্রলীগের গর্বিত কর্মী হওয়ার সুযোগ পেয়েছেন।

পাশাপাশি ২০২০ সালে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা একটি প্রবন্ধ, বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে দেওয়া পোস্ট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্যের সঙ্গে হাসনাতের ছবি যুক্ত করেন।

এছাড়া ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে সহ-সম্পাদক পদে মনোনয়নের একটি চিঠির ছবিও দেন তিনি।

রুমিনের দাবি, এসব প্রমাণ থেকেই হাসনাতের রাজনৈতিক অতীত স্পষ্ট। তবে এ বিষয়ে হাসনাত আবদুল্লাহর বক্তব্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত, সীমানা পুনর্নির্ধারণের শুনানিতে ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসন নিয়ে যুক্তি উপস্থাপনের সময় বিএনপি ও এনসিপির নেতাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরেই দুই পক্ষের মধ্যে কড়া বাকযুদ্ধ শুরু হয়েছে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর