দেশের সব জেলার নেতাকর্মীদের কাছে জুলাই পদযাত্রার তথ্য ও ছবি চেয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রোববার (২৪ আগস্ট) এনসিপির প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক মোহাম্মদ মিরাজ মিয়ার পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে শিগগিরই একটি প্রকাশনা বের করা হবে।
এতে প্রতিটি জেলার পদযাত্রার ছবি, অভিজ্ঞতা, স্থানীয় নাগরিকদের প্রত্যাশা-অভিব্যক্তি, নাগরিক সমস্যাসহ জেলাভিত্তিক এনসিপির দায়বদ্ধতা তুলে ধরা হবে।
এ জন্য ৬৪ জেলার শুভাকাঙ্ক্ষী ও নেতাকর্মীদের সহযোগিতা কামনা করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নির্ধারিত একটি গুগল ডকে জেলার পদযাত্রা-সংক্রান্ত তথ্য পাঠাতে অনুরোধ করা হয়েছে।
এসআর
মন্তব্য করুন: