[email protected] বৃহঃস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
১৩ ভাদ্র ১৪৩২

হাতাহাতির ঘটনায় ইসিতে এনসিপির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ আগষ্ট ২০২৫ ৮:৩২ পিএম

সংগৃহীত ছবি

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা ও নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার (২৪ আগস্ট) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব বরাবর অভিযোগপত্র জমা দেন এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহ।

অভিযোগে আতাউল্লাহ জানান, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সীমানা পুনর্নির্ধারণে বিজয়নগর উপজেলার তিনটি ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে যুক্ত করার সিদ্ধান্তে এলাকাবাসী ক্ষুব্ধ হন। তাদের পক্ষ নিয়ে তিনি ইসিতে আপত্তি দাখিল করেন। এরপর থেকেই রুমিন ফারহানার সমর্থকরা তাকে শুনানিতে অংশ না নিতে হুমকি দিতে থাকেন।

তিনি দাবি করেন, নির্ধারিত দিনে শুনানিতে অংশ নিতে গেলে ইসির কর্মকর্তারা প্রথমে তাকে প্রবেশে বাধা দেন। পরে প্রবেশ করতে পারলেও শুনানির আগ মুহূর্তে রুমিন ফারহানার সমর্থকরা তার ওপর এবং তার সঙ্গীদের ওপর হামলা চালায়। এ সময় প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার উপস্থিত থাকলেও কোনো ব্যবস্থা নেননি।

আতাউল্লাহ অভিযোগ করেন, “স্বৈরাচারী হাসিনার শাসনামলেও নির্বাচন কমিশনে কমিশনারদের সামনে এ ধরনের সন্ত্রাসী হামলার নজির নেই। ভিডিও ফুটেজেও দেখা যায়, হামলার সময় কমিশনাররা নীরব ছিলেন। এতে স্পষ্ট হয়েছে, বর্তমান নির্বাচন কমিশন কতটা অক্ষম।”

তিনি বলেন, “শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশের গণতান্ত্রিক মূল্যবোধ আজ প্রশ্নের মুখে। বিএনপি নেতা রুমিন ফারহানার কর্মকাণ্ড এবং কমিশনারদের নীরবতা হাসিনার শাসনামলকেও ছাড়িয়ে গেছে।”

এনসিপি নেতা রুমিন ফারহানা ও তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনার পাশাপাশি কমিশনকে নিরপেক্ষতার প্রমাণ দেওয়ার আহ্বান জানান। একইসঙ্গে কমিশন তা করতে ব্যর্থ হলে তাদের পদত্যাগেরও দাবি করেন তিনি।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর