ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব কাজী মো. মোস্তফা জামান বলেছেন, কোনো অপশক্তি তুরাগ থানাকে ঢাকা-১৮ আসন থেকে বিচ্ছিন্ন করতে পারবে না।
জনগণের মতামত ছাড়া নির্বাচন কমিশন তুরাগকে ঢাকা-১৬ আসনে নিতে পারে না।
শনিবার (২৩ আগস্ট) বিকেলে উত্তরা ১২ নম্বর সেক্টর খালপাড় সংলগ্ন রূপায়ন সিটির সামনে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
মোস্তফা জামান বলেন, “তুরাগ হচ্ছে ঢাকা-১৮ আসনের হৃদয়। এই হৃদয় কাউকে দেওয়া যাবে না। আমরা দীর্ঘদিন ৫১, ৫২, ৫৩ ও ৫৪ নম্বর ওয়ার্ডসহ ঢাকা-১৮ আসনে ছিলাম, আছি এবং থাকব। জনগণ ও নেতাকর্মীদের মতামত ছাড়া কেউ যদি ঢাকা-১৬ আসনে যাওয়ার জন্য আবেদন করে থাকেন, তবে ২৪ ঘণ্টার মধ্যে তা প্রত্যাহার করতে হবে, নতুবা জাতীয় বেইমান হিসেবে গণ্য করা হবে।”
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, যুগ্ম আহ্বায়ক এম. কফিল উদ্দিন ও মোহাম্মদ আফাজ উদ্দিন।
সভাপতিত্ব করেন তুরাগ থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুন-অর-রশিদ খোকা। সঞ্চালনায় ছিলেন তুরাগ থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম ও উত্তরা পশ্চিম থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক সোলায়মান হাসান।
এছাড়া বক্তব্য দেন তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী আহাম্মদ আলী ও রিপন হাসান খন্দকার।
উল্লেখ্য, ঢাকা-১৬ আসনে ভোটার সংখ্যা কম থাকায় নির্বাচন কমিশন ঢাকা-১৮ আসনের ৫১, ৫২, ৫৩ ও ৫৪ নম্বর ওয়ার্ডকে ঢাকা-১৬ আসনের অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছে।
ক্যাপশন: সমাবেশে বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব কাজী মোস্তফা জামান।
এসআর
মন্তব্য করুন: