[email protected] শনিবার, ২৩ আগস্ট ২০২৫
৮ ভাদ্র ১৪৩২

শেখ হাসিনার বিচার এ দেশের মাটিতেই হতে হবে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ আগষ্ট ২০২৫ ৬:৪৩ পিএম

সংগৃহীত ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গুম ও হত্যার দায়ে শেখ হাসিনার বিচার এ দেশের মাটিতেই হতে হবে এবং তাকে সর্বোচ্চ শাস্তি পেতে হবে।

শুক্রবার (২২ আগস্ট) জাতীয় সংসদ ভবনের সামনে আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে ভুক্তভোগী পরিবারের সংগঠন ‘মায়ের ডাক’ আয়োজিত মানববন্ধন ও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ফখরুল বলেন, “আজ প্রমাণিত— শেখ হাসিনা এই বর্বর হত্যাকাণ্ড ও গুমের জন্য দায়ী। তার বিচার জনগণকেই নিশ্চিত করতে হবে।”

তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার গুম কমিশনকে কার্যকরভাবে সামনে আনতে এবং পাবলিক শুনানির আয়োজন করতে ব্যর্থ হয়েছে।

গুম হওয়া পরিবারের স্বজনদের দীর্ঘদিনের কান্না ও বেদনা থামাতে পারেনি। এ বিষয়ে সরকারের অবশ্যই জনগণের কাছে জবাবদিহি করতে হবে।

বিএনপি মহাসচিব আরও বলেন, “আমরা প্রতিটি নির্যাতিত মানুষের পাশে আছি। আমাদের নেতারা বছরের পর বছর মিথ্যা মামলায় কারাগারে থেকেছেন।

তারেক রহমানকে বাধ্য করা হয়েছিল নির্বাসনে যেতে। বিএনপি ক্ষমতায় গেলে এসব ঘটনার বিচার নির্বাচনের মাধ্যমে শেষ পর্যন্ত করা হবে।”

তিনি আশ্বাস দিয়ে বলেন, গুম হওয়া প্রতিটি শিশুর পরিবার ও ভুক্তভোগীদের পাশে বিএনপি সবসময় থাকবে। ন্যায়বিচার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়া হবে।

ফখরুল আরও বলেন, জনগণের আন্দোলন কখনো ব্যর্থ হয় না। এরই মধ্যে প্রমাণ হয়েছে, আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদকে ক্ষমতা থেকে সরানো সম্ভব। আমরা বিশ্বাস করি, স্বজন হারানো পরিবারগুলো ন্যায়বিচার একদিন অবশ্যই পাবে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর