[email protected] বুধবার, ২০ আগস্ট ২০২৫
৪ ভাদ্র ১৪৩২

বিএনপি পিআর পদ্ধতিতে নির্বাচনের পক্ষে নয় : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ আগষ্ট ২০২৫ ৮:০৭ পিএম

সংগৃহীত ছবি

বিএনপি আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচনের পক্ষে নয় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যায় থাইল্যান্ড থেকে দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, “রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির জন্য জাতীয় নির্বাচনের কোনো বিকল্প নেই। দেশের মানুষ নির্বাচন চায়। সংকট নিরসনের একমাত্র পথ দ্রুত নির্বাচন। যারা সংস্কার চাচ্ছে না, সেটা তাদের দলের বিষয়।”

ডাকসু নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “সবার অংশগ্রহণে সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন হোক—এটাই আমাদের প্রত্যাশা।”

গত ১৩ আগস্ট চোখের ফলোআপ চিকিৎসার জন্য স্ত্রী রাহাত আরা বেগমকে সঙ্গে নিয়ে ব্যাংকক যান বিএনপি মহাসচিব। ওইদিন সকাল ১১টা ৩০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তারা ঢাকা ছাড়েন।

এর আগে গত ১৩ মে চোখের চিকিৎসার জন্যও তিনি ব্যাংকক গিয়েছিলেন। পরদিন ১৪ মে রুটনিন আই হাসপাতালে তার বাঁ চোখে সফল অস্ত্রোপচার হয়। চিকিৎসকের পরামর্শে সে সময় দুই সপ্তাহের বেশি বিশ্রামে ছিলেন তিনি। পরে ৭ জুন দেশে ফেরেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর