[email protected] রবিবার, ১২ অক্টোবর ২০২৫
২৭ আশ্বিন ১৪৩২

ঢাকা দক্ষিণ আ.লীগের সাবেক সম্পাদক এফএম শরীফুল ইসলাম গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ আগষ্ট ২০২৫ ১২:৩০ এএম

শরীফুল ইসলাম

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও ওয়ারী থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এফএম শরীফুল ইসলাম (৪২) কে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন।

সোমবার (১৮ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর ওয়ারী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

সিটিটিসি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে একটি চৌকস টিম ওই এলাকায় অভিযান পরিচালনা করে শরীফুল ইসলামকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সিটিটিসি। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর