ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি বলে অভিযোগ করেছে ছাত্রদল।
সংগঠনটির নেতারা দাবি করেছেন, তাদের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল নির্বাচনী পরিবেশ নষ্ট করার ষড়যন্ত্র করছে।
সোমবার (১৮ আগস্ট) ঢাবির মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ অভিযোগ তুলে ধরেন।
এর আগে, প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন জানান, মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে ডাকসুর বিভিন্ন পদে মোট ৪৪২ জন প্রার্থী ফরম সংগ্রহ করেছেন। এ নিয়ে প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৬৫ জনে।
তিনি আরও জানান, ১৮টি হল সংসদ নির্বাচনের জন্য মোট ১ হাজার ২২৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সোমবার বিকেলে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য দেন।
এসআর
মন্তব্য করুন: